প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ২৬ মার্চ ২০২৫। এ উপলক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার আগে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদারেরা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা চেয়েছিল বাঙালিকে নিশ্চিহ্ন করে দিতে। বাঙালি নর-নারীরা প্রতিরোধে এগিয়ে এসে দীর্ঘ নয় মাস হানাদারদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। আজ সেই স্বাধীনতা দিবস। বাংলাদেশের ইতিহাসে অনন্য দিন আজ। তিনি স্বাধীনতা ঘোষণার ইতিবৃত্ত বর্ণনা করে বলেন, বিপ্লবের দুটি দিক রয়েছে, একটি সমরকেন্দ্রিক ও অপরটি সাংস্কৃতিক। তিনি মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে সাংস্কৃতিক ভূমিকার কথা উপস্থাপন করেন। তিনি মুক্তিযুদ্ধে বৈশ্বিক ভূমিকা ও বিশ্ববিখ্যাত কবি-সাহিত্যিক ও সংগীতব্যক্তিত্বদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের গভীরভাবে স্মরণ করেন।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে, সামগ্রিক অগ্রগতি ও সামগ্রিক মুক্তির যে-চিন্তাটা সেটা যদি ধারণ করি, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক অমল ভূষণ নাগ, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, আইন বিভাগের চেয়ারম্যান জনাব তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Related News
আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ২৬ মার্চ ২০২৫। এ উপলক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার আগে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদারেরা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা চেয়েছিল বাঙালিকে নিশ্চিহ্ন করে দিতে। বাঙালি নর-নারীরা প্রতিরোধে এগিয়ে এসে দীর্ঘ নয় মাস হানাদারদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। আজ সেই স্বাধীনতা দিবস। বাংলাদেশের ইতিহাসে অনন্য দিন আজ। তিনি স্বাধীনতা ঘোষণার ইতিবৃত্ত বর্ণনা করে বলেন, বিপ্লবের দুটি দিক রয়েছে, একটি সমরকেন্দ্রিক ও অপরটি সাংস্কৃতিক। তিনি মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে সাংস্কৃতিক ভূমিকার কথা উপস্থাপন করেন। তিনি মুক্তিযুদ্ধে বৈশ্বিক ভূমিকা ও বিশ্ববিখ্যাত কবি-সাহিত্যিক ও সংগীতব্যক্তিত্বদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের গভীরভাবে স্মরণ করেন।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে, সামগ্রিক অগ্রগতি ও সামগ্রিক মুক্তির যে-চিন্তাটা সেটা যদি ধারণ করি, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক অমল ভূষণ নাগ, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, আইন বিভাগের চেয়ারম্যান জনাব তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।